আঞ্চলিক প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার পতিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগে অনিয়ম করার অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ১১ জনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। রবিবার আগৈলঝাড়া সহকারী জজ আদালতের বিচারক শুনানী শেষে আগামী ২১ দিনের মধ্যে এ কারণ দর্শানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, পতিহার গ্রামের বাসিন্দা ও নিয়োগ প্রার্থী মিলন নাগ মামলাটি দায়ের করেন। মামলায় বিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত নির্জ্জল চক্রবর্তী, ম্যানেজিং কমিটির সভাপতি ও সম্পাদক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসক ও উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। মামলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বাদে সকলকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। সূত্র মতে, ২০১৪ সালের ৩০জানুয়ারী আগৈলঝাড়া উপজেলার ৭নং পরিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রচার করলে তাতে প্রার্থী হিসেবে মিলন নাগ আবেদন করেন। ২০১৪ সালের ৩জুন মৌখিক পরীক্ষায় মিলন নাগ ১৫.৬৬ পেয়ে ১ম, সঞ্জয় কুমার সোম ১১.৬৬ পেয়ে ২য় স্থান ও নির্জ্জল চক্রবর্তী ১০ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করায় ফলাফল তালিকা প্রদান করেন। ২০১৪ সালের ১৬জুন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওই তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে প্রেরণ করেন। কিন্তু ২০১৮ সালে ২৩ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বের তালিকা উপেক্ষা করে মিলন নাগকে ১১নং ক্রমিকে দেখিয়ে নির্জ্জল চক্রবর্তীকে প্রথম দেখিয়ে প্যানেল প্রস্তুত করে নিয়োগ দেয়ার সুপারিশ করায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী প্রার্থী মিলন নাগ।
Leave a Reply