নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ বিভাগ ভাঙচুর ও কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে কুপিয়ে জখম করার মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২১ দিনের মাথায় কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার ওই কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম নিশ্চিত করেন।
গ্রেপ্তার আলিফ হোসেন, আশিক ফকির, শাকিল খান এবং পনি বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা আতিকুল্লাহ মুনিমের অনুসারী এবং তাদের সকলের বাসা কলেজের আশপাশ এলাকায় বলে জানা গেছে। জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ২৫ থেকে ৩০ জন মুখোশধারী যুবক বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগে হামলা চালিয়ে বিভাগীয় চেয়ারম্যানের কক্ষসহ অন্যান্য কক্ষ তছনছ করে। একপর্যায়ে হামলাকারীরা সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে । এ ঘটনায় বাচ্চু অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি মডেল থানায় মামলা একদিন বাদে একটি মামলা করলেও হামলাকারীদের চিহ্নিত করতে পারছিল না পুলিশ। পরিশেষে ২১ দিনের মাথায় বৃহস্পতিবার তাদের ৪জনকে গ্রেপ্তার করা হল। ওসি নুরুল ইসলাম জানান, এই হামলার ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। বৃহস্পতিবার গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
Leave a Reply