পটুয়াখালী ব্যুরো ॥ পটুয়াখালীর গলাচিপায় ১২ লাখ গলদা চিংড়ির রেনু পোনাসহ ছয়জনকে আটক পর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ কারাদন্ড দেন। পাশাপাশি রেনু পোনাগুলো নদীতে অবমুক্ত করেন। এর আগে গত রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন খালেদ মাহামুদের নেতৃত্বে পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে গলাচিপা উপজেলার কাজল নদী থেকে তিনটি ট্রলার ভর্তি ১০ লাখ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। এ সময় রুস্তুম (৫০), সঞ্জীব (৩০) ও ফরিদ (২৫) নামে তিনজনকে আটক করা হয়। আটকরা সবাই খুলনার পাইকগাছা এলাকার বাসিন্দা। পরে ভ্রাম্যামণ আদালতে হাজির করা হলে আদালত দুইজনকে ১০ ও একজনকে ১৫ দিনের কারাদন্ড দেন। অপরদিকে গলাচিপা ১নম্বর ওয়ার্ডের হেলাল সিকদারের গদিতে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। এ সময় সাহেব আলী (৫০), ইব্রাহীম (৩০) ও কিশোর রবিউল (১৮) নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যামণ আদালতের মাধ্যমে একজনকে ১৫ দিন ও দুইজনকে এক মাসের কারাদন্ড দেন। এ ছাড়া জব্দ করা গলদা চিংড়ির রেনু পোনাগুলো নদীতে অবমুক্ত করেন।
Leave a Reply