আল মিরাজ, বরগুনা ॥ র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বরগুনায় নিরাপদ মাতৃত্ব ও বিশ্ব মাসিককালীন পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে। কমাতে হলে মাতৃ মৃত্যুর হার মিডওয়াইড পাশে থাকা একান্ত দরকার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এ দিবসটি উপলক্ষে গতকাল (২৮ মে) সোমবার সকাল ১০ টায় বরগুনা মেরী স্টোপস বাংলাদেশ এর নিরাপদ-২ প্রকল্পের আয়োজনে নেদারল্যান্ড রাজকীয় দূতাবাসের সহযোগীতায় সদর উপজেলার ফুলতলা আশ্রয়ন প্রকল্পে সাইক্লোন শ্লেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালীটি সড়ক প্রদক্ষিণ শেষে সাইক্লোন শ্লেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় এসে শেষ হয়। পরে ফুলতলা সাইক্লোন শ্লেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় কক্ষে মেরী স্টোপস বাংলাদেশ এর নিরাপদ-২ প্রকল্পের সহকারী প্রোগ্রাম অফিসার মোঃ নাঈমুল হাসান এর সভাপতিত্বে নিরাপদ মাতৃত্ব ও বিশ্ব মাসিককালীন পরিচ্ছন্নতা দিবসের আলেচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান অভি, নিরাপদ-২ প্রকল্পের শারমিন আকতার , সিদ্দিক হোসেন সহ ঐ এলাকার ২শতাধিক নারী ও শিশু কিশোরী । এছাড়াও মেরী স্টোপস বাংলাদেশ এর নিরাপদ-২ প্রকল্পের বরগুনা স্বাস্থ্য বিভাগের সাথে এ দিবসের কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
Leave a Reply