ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের তিন যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৫ জন। আজ রোববার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রীবাহী ওই বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। ভোররাতে গেট নামানো না থাকায় গাড়িটি ফতেহপুর রেলক্রসিংয়ে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফেনী রেলস্টেশনের সহকারী প্রকৌশলী রিটন চাকমা জানান, গেটম্যান আবুল কালাম বাসটিকে ইশারা দিয়ে আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু বাসের চালক সিগন্যাল না মানার কারণে ভেতরে ঢুকে পড়লে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।
জিআরপি পুলিশ কর্মকর্তা ফেনী রেলওয়ে স্টেশনের অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ট্রেনটি বাসকে ধাক্কা দেওয়ার কারণে সেটি রাস্তার বাইরে পড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ফতেপুর রেলক্রসিং এলাকায় ওভারব্রিজ থাকলেও বাসটি কী কারণে নিচ দিয়ে গেছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, শ্যামলী পরিবহনের বাসে থাকা যাত্রীরা জানান, শুরুতে হেলপার দিয়ে গাড়ি চালিয়েছে চালক। পরে নুরজাহান হোটেলের সামনে আসলে ড্রাইভার গাড়ি চালায়, তখন তার চোখে-মুখে ঘুম ছিল। ড্রাইভারের এই ঘুম ঘুম ভাবই দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন যাত্রীরা।
Leave a Reply