দখিনের খবর ডেস্ক ॥ আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে চলতি অক্টোবর মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ফলে এই লঘুচাপ যদি শক্তিশালী হয় তাহলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। ভারতের গণমাধ্যমগুলো এরই মধ্যে ঘূর্ণিঝড় ‘গতি’ আসছে বলে শঙ্কা প্রকাশ করে প্রতিবেদন করছে। এদিকে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবেই দেশের কোথাও কোথাও যেমন বৃষ্টি হচ্ছে তেমনি কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে সাথে বেড়েছে গরমের তীব্রতাও। বিকেল নাগাদ লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নি¤œচাপে পরিণত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিপ্ততর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অনেক লঘুচাপ প্রথমে নি¤œচাপে এবং পরে সেই নি¤œচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হয়। এ বিষয়ে আবহাওয়াবিদ আব্দুল হামিদ সাংবাদিকদের বলেন, আজ রোববার বিকাল নাগাদ এটি শক্তিশালী হয়ে নি¤œচাপে পরিণত হতে পারে। বিকাল পর্যন্ত আবহাওয়া পর্যবেক্ষণ করবো। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা এই আবহাওয়া বজায় থাকতে পারে।
উত্তর আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আবার ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমী বায়ুর প্রভাবও আছে বাংলাদেশের ওপর। এসবের প্রভাবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে।
Leave a Reply