বিশেষ প্রতিবেদক ॥ খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে বলে অভিযোগ করেছে বিএনপি। কুমিল্লার দুইটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন আপীল বিভাগে স্থগিতাদেশ দেয়ার পর গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, কুমিল্লার এই মামলায় খালেদা জিয়া কারাগারে থাকতে পারেন না, এটা মিথ্যা-বানোয়াট মামলা, এই নথি সাজানো হয়েছে খালেদা জিয়াকে কষ্ট দেয়ার জন্য, তিনি নির্দোষ।
দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত তোফায়েল আহমেদ জোসেফ রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, শুধু জোসেফ নয়, আরো অনেককেই এভাবে মুক্তি দেয়া হয়েছে। অথচ কী অদ্ভুত ব্যাপার? গণতন্ত্রের লড়াইয়ের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী, রনাঙ্গনের একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার স্ত্রী থাকেন কারাগারে।
তিনি বলেন, গত বুধবার ইফতারের পর বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর চট্টগ্রামের পৈত্রিক নিবাসে ছাত্রলীগ ও যুব লীগের সন্ত্রাসীরা আক্রমন চালিয়ে ব্যাপকভাবে ২০টি গাড়ীর ভেঙে চুরমার করা ছাড়াও বাড়ির দরজা-জানালা ও আসবাপত্র ভাংচুর করে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও তারা সেখানে দর্শকের ভুমিকা পালন করেছে। রাজধানীর দিলকুশায় দৈনিক দেশ জনতা অফিস উচ্ছেদ করে দেয়ার ঘটনার নিন্দাও জানান রিজভী।
Leave a Reply