মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ ছোটবড় ১৪ টি নদী বেষ্টিত দক্ষিণাঞ্চলের বৃহত্তম উপজেলা মেহেন্দিগঞ্জ। এই অঞ্চলের সিংহভাগ মানুষের রুজিরুটির প্রধান উৎস মৎস্য শিকার। মা ইলিশ সংরক্ষণে প্রশাসন যেমন নিধন ঠেকাতে তৎপর পাশাপাশি অবৈধ মৎস্য শিকারিরাও অভিনব কায়দায় শিশুদের দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শিকার করছে ডিমওয়ালা ইলিশ। এবিষয়টি নিয়ে একজন মৎস্য শিকারীর নিকট জিজ্ঞাসা করলে নাম না বলার শর্তে বলেন, আমরা প্রকৃত জেলে হয়েও পাচ্ছিনা জেলে কার্ডের চাল। এ নিয়ে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের অভিযোগ, কার্ড বরাদ্দ পাই যা তারচেয়ে অধিক জেলেদের তালিকা আমাদের কাছে। তাই সবাইকে জেলে কার্ডের চাল বণ্টন একবারে করতে পারিনা। এ কারণে হয়ত কেউ পান, কেউ পাননা বলে দাবি করেন তিনি।
Leave a Reply