মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জে মৎস্য সম্পদ ও সরকারি নির্দেশনা রক্ষা করার লক্ষ্যে বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেন প্রশাসন। উক্ত অভিযান পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে। এ সময় ১৫০০০ মিটারের বেশি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেন এবং সরকারি নির্দেশনা অমান্য করে মাছ ধরার অপরাধে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদী থেকে গতকাল সন্ধ্যায় ৩ (তিন) জন জেলেকে আটক করে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২ (দুই) জনকে ৬০০০ (ছয় হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এছাড়া অপর এক অভিযানে নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ (দুই) জনকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজারটি জব্দ করা হয়। মোবাইল কোর্টকে আইনগত সহায়তা প্রদান করেন কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ শাখাওয়াত হোসেন ও তার দল। উপজেলা নির্বাহী অফিসার বলেন, মৎস্য সম্পদ রক্ষায় ও অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে।
Leave a Reply