বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন অতিথি গ্রুপ অব কোম্পানির এমডি লায়ন সাইফুল ইসলাম সোহেল  পিরোজপুর ভান্ডারিয়ার যুব মহিলা লীগ নেত্রী জুথি গ্রেফতার গৌরনদীতে তিন দফা দাবি আদায়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল বরিশালের বাকেরগঞ্জসহ চারটি থানা এবং উপজেলায় নাগরিক কমিটি গঠন   আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগেনা-এম. জহির উদ্দিন স্বপন তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর
নির্বাচনী জরিপে বিশ্বজিৎ এগিয়ে জলাবাড়ী ইউনিয়নে, নির্বাচনে আগাম মাঠ চষে বেড়াচ্ছে বিশ্বজিৎ হালদার খোকন

নির্বাচনী জরিপে বিশ্বজিৎ এগিয়ে জলাবাড়ী ইউনিয়নে, নির্বাচনে আগাম মাঠ চষে বেড়াচ্ছে বিশ্বজিৎ হালদার খোকন

এন এম দেলোয়ার, পিরোজপুর ॥ পরিবর্তনের আশা নিয়ে সবার আগেই জলাবাড়ী ইউনিয়নের নির্বাচন কে কেন্দ্র করে আগাম নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছে বিশ্বজিৎ হালদার খোকন। সবাইকে তাক লাগিয়ে এরি মধ্যে জলাবাড়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড চষে বেড়াচ্ছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ হালদার খোকন। সকাল থেকে অধিক রাত্র পর্যন্ত চায়ের দোকান সহ বিভিন্ন ওয়ার্ডের ওলি গলি অকাতরে কথোপকথন করে যাচ্ছে যত্রতত্র ভাবে। শয়নে স্বপন ইউনিয়ন পরিষদের নির্বাচনী ভাবনা নিয়ে ঠান্ডা মাথায় এগিয়ে চলছে সকলের দোয়া নিয়ে। প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের অকুণ্ঠ ভালবাসা নিয়ে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে একঝাঁক ভোটার বাহিনী নিয়ে। কাক ডাকা ভোর হতে শুরু করে রাত্র দ্বিপ্রহর পর্যন্ত চলছে জলাবাড়ী ইউনিয়নের মধ্যে আলোচনা আর সাক্ষাৎ পর্ব। এদিকে স্থানীয় পর্যায়ে ইউনিয়নের সাধারণ ভোটাররাও ব্যাপক সাড়া দিচ্ছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ হালদার খোকনের পক্ষে। নিঃস্বার্থ ভাবে প্রতিটি ওয়ার্ড থেকে পরিবর্তনের আশা নিয়ে মাঠে নেমে পড়েছে। ইউনিয়নবাসীরা যোগ্য নেতৃত্বে দেওয়ার মত পরিচ্ছন্ন ও নিঃস্বার্থ নেতা চায়। বিগত সময়ের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একজন মার্জিত ও নিরহংকার নেতা পেতে মরিয়া ইউনিয়নবাসীরা। ইউনিয়নের বহু লোকজন গণ মাধ্যম কর্মীদের জানান, ” আমরা সত্যের পথে পরিবর্তনের আশায় মাঠে নেমেছি ভালো ব্যাবহার সহ সুমুষ্ট আচরণ পাওয়ার নিমিত্তে “। এলাকার বেশীরভাগ লোকজন আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরিবর্তনের আশায় আগাম মাঠে নেমেছে আটঘাট বেধে। এদিকে মনের ক্ষোভে বহু মহিলা ভোটাররা সাহসী উচ্চারন করে জোরালো ভাষায় বলেন, গত নির্বাচনের মত এবার আর গায়ের জোরে ভোট কাটাকাটি হবে না। ভোটারদের মনের দাবি, শান্তি প্রিয় ও সাদা মনের মাননীয় মন্ত্রীর বদৌলতে স্বরূপকাঠি উপজেলার মধ্যে প্রতিটি ইউনিয়নের নির্বাচন হবে অবাধ ও নিরেপক্ষ। এদিকে মাননীয় মন্ত্রী এ্যাডঃ শ ম রেজাউল করিমের আর্শীবাদ নিয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ হালদার খোকন গ্রীণ সিগনাল পেয়ে আগাম নির্বাচনের মাঠ গরম করে যাচ্ছে। করোনার আতঙ্কে আতঙ্কিত না হয়ে সাধারণ ভোটারদের নিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলে ইতিমধ্যে নিজ এলাকা সহ পূর্ব জলাবাড়ী, মধ্য জলাবাড়ী, ইদেলকাঠী, কামারকাঠী, নাপিতখালি, ব্রাহ্মণ্যকাঠী, আরামকাঠী, শান্তিরহাটে ব্যাপক পদচারনা করে যাচ্ছে। নির্ভেজাল ও স্বচ্ছ মন মানসিকতা নিয়ে এরিমধ্যে প্রতিটি এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছে অকল্পনীয় ভাবে। সরেজমিনে জেলার ও স্থানীয় গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ভাবে বিভিন্ন পেশার সাধারণ মানুষের নিয়ে আগাম মাঠ পর্যায়ে নির্বাচনী জরিপ পরিচালনা করেন। অন লাইন দৈনিক স্বরূপ বিণ্যাশের পক্ষ থেকে মাঠ পর্যায়ে একঝাঁক সাহসী গণ মাধ্যম কর্মীরা জরিপ পরিচালনা করেন। সাধারণ ভোটারদের মধ্যে শতকরা ৮৫% ভোটাররা পরিবর্তনের আশায় আগাম মত প্রকাশ করেন। ৬৫% ভোটাররা বর্তমান চেয়ারম্যান বাবু আশীষ বাড়ালের উপর নাখোশ। ৩৯% ভোটাররা আশীষের পক্ষে জনমত জরিপে মত প্রকাশ করেন। তবে ৫৫% ভোটাররা দলীয় প্রতিকের পক্ষে নয় বরং প্রতিক ছাড়া যোগ্য প্রার্থীর অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি। অবশ্য স্বরূপ বিণ্যাশ পত্রিকার আগাম নির্বাচনের মাঠ পর্যায়ে জরিপকে ৮৯% ভোটাররা সমর্থন দিয়েছেন। এদিকে নির্বাচনী ভাবনা নিয়ে জনমত জরিপে ৫৫% ভোটাররা শান্তিপ্রিয় ও মার্জিন প্রার্থী হিসাবে বিশ্বজিৎ হালদার খোকনকে চায়। বর্তমান চেয়ারম্যানের পক্ষে জনমত জরিপে ৩৯% ভোটাররা আবারও চায়। তবে ৮৯% ভোটাররা জরিপে বলেছেন আগামী নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নৌকার টিকেট পাবেনা বলে মত প্রকাশ করেন। এদিকে ৬৮% ভোটাররা জরিপে বলেন মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিমের আর্শীবাদ নিয়ে নৌকার টিকেট পাবেন বিশ্বজিৎ হালদার খোকন। তবে ৩১% ভোটাররা বলেন শান্ত মজুমদার চন্দন নৌকার টিকেট পাবেন বলে জরিপে মতামত প্রকাশ করেন। এদিকে ৪৩% ভোটাররা জরিপে বলেন সাবেক চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম জাতীয় পার্টির কারণে নৌকার টিকেট পাবেন না। অবশ্য ১৩% ভোটাররা মনে করেন ছাত্র লীগের সভাপতি মোঃ মামুন নৌকার টিকেট পাবেন। সর্বশেষ তথ্য মতে নেছারাবাদ উপজেলার মধ্যে পৌরসভা সহ সকল ইউনিয়নের মধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। তাই আগে ভাগেই মাননীয় মন্ত্রীর আস্থার প্রতিদান স্বরূপ জনপ্রিয় ও ঠান্ডা প্রকৃতির নেতা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ হালদার খোকন চূড়ান্ত চমক দেখানোর জন্য প্রস্তুত। এ ব্যাপারে বিশ্বজিৎ হালদার গণ মাধ্যম কর্মীদের জানান, আমি পরিবর্তনের আশায় আগাম নির্বাচনের মিশন নিয়ে জলাবাড়ীর বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে গণ সংযোগ করে যাচ্ছি। আমার আসল উদ্দেশ্য পাওয়ার জন্য নয় বরং ইউনিয়ন বাসীদের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার জন্য সদা প্রস্তুত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com