পটুয়াখালী ব্যুরো ॥ পটুয়াখালীতে দুইটি ট্রাকবোঝাই সাড়ে ৯ লাখ বাগদা ও গলদা রেণুপোনাসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (১ জুন) ভোরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ করা রেণুপোনাগুলোর বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৯ লাখ টাকা। কোস্টগার্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। আটক ব্যক্তিরা হলেন- মো. শফিকুল, মো হিরা, জহিরুল ইসলাম, মো. মাহাবুব, আলী হোসেন, মো. সুমন, মো. শহিদুল ও সুমন মিয়া।
গতকাল শুক্রবার সকালে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে নির্বাহী মেজিস্ট্রেট শাবেকুন নাহারের আদালত তাদের মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।তবে ট্রাক দুটি জব্দ করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্ত মো. মশিউর রহমান জানান, ‘দুটি ট্রাক থেকে ৯ লাখ ৫৫ হাজার অবৈধ বাগদা ও গলদা রেণুপোনা জব্দ করা হয়েছে। এসময় দুই ট্রাকের চালকসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছেন।’ পরে নির্বাহী মেজিস্ট্রেট ও জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে গলদা রেণুপোনা লাউকাঠি নদীতে ও বাগদা রেণুপোনা কলাপাড়ার আন্ধার মানিক নদীতে অবমুক্ত করা হয়। রেণুপোনাগুলো গলাচিপা ও কলাপাড়া থেকে খুলনায় পাচার করা হচ্ছিল।
Leave a Reply