ফরিদ মুন্সী : বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবকলীগের কার্যনির্বাহী সদস্য হলেন বরিশালের মুলাদীর কৃতি সন্তান, আবুল কালাম সিকদার।
গত বছরের ১৬ নভেম্বর সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নির্মল রঞ্জন গুহ ও কে এম আফজালুর রহমান বাবু। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এ ব্যাপারে আবুল কালাম সিকদার বলেন, সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী এবং সংগঠনকে শক্তিশালী করতে আমার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখতে আমি প্রস্তুত’।‘আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন তা সঠিকভাবে পালন করব।
উল্লেখ্য,তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply