মুলাদী প্রতিনিধি ॥ বরিশালের মুলাদী উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম তোফেল মহলদার (৬০)। সুরতহাল শেষে মঙ্গলবার (২০ অক্টোবর) দিনগত রাতে উপজেলার কাজিরচর ইউনিয়নের কোলানিয়া গ্রাম থেকে পুলিশ ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বুধবার (২১ অক্টোবর) ওই হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, তোফেলের দুই মেয়ে রয়েছে, তবে তারা ঘটনার সময় দূরবর্তী স্থানে অবস্থান করছিল। আর তার স্ত্রীও অনেক আগেই মারা গেছেন। তোফেলের ছেলে সন্তান না থাকায় ছোট ভাই মালেক মহলদার তার কাছে জমি দাবি করে আসছিলেন দীর্ঘদিন। দাবিকৃত জমি না দেওয়া নিয়ে মঙ্গলবার সকালে তোফেলের ও মালেকের মধ্যে বাকবিত-া হয়। একপর্যায়ে ছোট ভাই মালেক বড় ভাই তোফেলকে রড দিয়ে পিটিয়ে জখম করে। এতে তোফেল আহত হলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসাও দেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আইউব জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মালেক তার বড় ভাই তোফেলকে পিটিয়ে মেরে ফেলেছেন বলে জানিয়েছেন স্থানীয় চৌকিদার শহিদুল ইসলাম। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ময়না তদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
Leave a Reply