বাউফল প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার নিশেধাজ্ঞার ৯বম দিনে পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে ঝড়োবাতাস উপেক্ষা করে এক শ্রেণির অসাধু জেলেদের মা ইলিশ শিকারের অভিযোগ পাওয়া গেছে। সাগরে লঘুচাপের প্রভাবে ঝড়োবাতাস আর ভারিবর্ষণের মতো প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে তেঁতুলিয়া নদীর নিমদী, ডালিমা, চরওয়াডেল , বাতিরখাল, মমিনপুর, তালতলী, ধুলিয়া, রায়সাহেবসহ বিভিন্ন পয়েন্টে জেলোর ইলিশ শিকার করছে। এসব মাছ মোবাইলফোনে যোগাযোগের মাধ্যমে রাতের আধারে নির্দিষ্ট দালালের মাধ্যমে মোটা অংকে বিক্রি করেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক তেঁতুলিয়ার পাড়ের ডালিমা গ্রামের একজন বলেন, প্রশাসনের ঢিলেঢালা অভিযানের সুযোগে অসাধু জেলেরা নিয়মিত জাল ফেলে তেঁতুলিয়ায় মা ইলিশ মাছ শিকার করছেন। এমনই চলতে থাকলে নিশেধাজ্ঞার দরকার কি? এতে কিছু সংখ্যক লোক এই মৌসুমে ইলিশের স্বাদ নেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘নিশেধাজ্ঞা উপেক্ষা করে তেঁতুলিয়ায় ইলিশ শিকারের দায়ে কোষ্টগার্ড ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান চালিয়ে ইতিমধ্যে ১০-১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ঝড়োবাতাসে জেলেরা ইলিশ শিকার করার বিষয়টি জানা নেই। নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হচ্ছে।’
Leave a Reply