স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মৌমিতা বেকারীর মালিক হিমাদ্রী শেখর সাহাসহ দুই শিল্প মালিক। এসময় তাদের কাছে থাকা নগদ অর্থ ছিনতাই এবং পণ্য বহন কাজে ব্যবহৃত গাড়ি ভাংচুর করে বলে খবর পাওয়া গেছে।
গত ২০ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর মিরা বাড়ির মোড় এবং গতকাল ২৪ অক্টোবর কাউনিয়া বিসিকে পৃথকভাবে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার দুই শিল্প মালিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাউনিয়া বিসিক শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ দাবি করেছেন, ‘শিল্প মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতেই সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটিছে। তারা দীর্ঘ দিন ধরেই শিল্প নগরীতে চাঁদা দাবি করে আসছিলো বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
আহত এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ‘নগরীর দপ্তর খানা কালাচাঁদ শাহের বাড়ির হিমাংশু সাহা’র ছেলে এবং কাউনিয়া বিসিক’র শিল্প মালিক হিমাদ্রী শেখর সাহা’র কাছে দীর্ঘ দিন ধরে চাঁদা দাবি করে আসছিলো একদল চিহ্নিত চাঁদাবাজ।
এর ধারাবাহিকতায় হিমাদ্রী শেখর সাহা গত ২০ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে মালামালসহ মিরা বাড়ির মোড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ১৪-১৫ জনের একদল সন্ত্রাসী মিরা বাড়ির মোড় কাজী অফিসের সামনে তার ওপর লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা করে।
সন্ত্রাসীদের লাঠির আঘাতে তার ডান চোখের নীচে রক্ত জমাটসহ ফুলা জখম এবং মারাত্মকভাবে আহত হন। এসময় সন্ত্রাসীরা হিমাদ্রী শেখর সাহাা’র সাথে থাকা ১৭ হাজার টাকা ছিনতাই এবং বেকারী পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ‘ওই ঘটনার রেশ না কাটতেই গতকাল ২৪ অক্টোবর তিন চিহ্নিত সন্ত্রাসী চাপাতি, লাঠি-সোটা ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিসিক শিল্প নগরীতে প্রবেশ করে। এসময় একজন শিল্পমালিক তাদের কারখানা পরিদর্শনের আহ্বান জানান। এজন্য ওই মালিককে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করে ড্রেনের পাশে ফেলে দেয় সন্ত্রাসীরা। হামলার শিকার ওই শিল্প মালিক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। তবে পৃথক দুটি হামলার ঘটনা আমি শুনেছি। ঢাকা থেকে এসে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখবো। পাশাপাশি বিসিক শিল্প নগরীর অভ্যন্তরে সন্ত্রাসী হামলার বিষয়ে আইন শৃঙ্খলাবাহিনীর জোরালো পদক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, ‘বিসিক শিল্প এলাকায় কোন শিল্প মালিকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। আমাদের কাছে এ ধরনের কোন অভিযোগ আসেনি। তাছাড়া চাঁদাবাজি বা সশস্ত্র মহড়ার কোন ঘটনা ঘটে থাকলে সে বিষয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply