মার্কিন নির্বাচনের ১০ দিন আগেই ভোট প্রদান করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আগাম ভোট দেন তিনি। ফ্লোরিডার পাম বিচ এলাকার নাগরিক ট্রাম্প। সেখানে তার দুটি বিশাল গলফ রিসোর্ট আছে। এর মধ্যে একটি আছে ওয়েস্ট পাম বিচের আটলান্টিক বিচ টাউনে।
শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ১০ দিন আগেই আগাম ভোট দিয়েছেন দেশটির পাঁচ কোটিরও বেশি নাগরিক। গত এক শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারেই সবচেয়ে বেশি আগাম ভোট দিয়েছেন মার্কিন ভোটাররা। শুক্রবার পর্যন্ত ব্যালটে সিল মেরেছেন ইতোমধ্যে পাঁচ কোটি ৩৫ লাখের বেশি ভোটার।
এদিকে করোনাভাইরাসের বাড়বাড়ন্তের মধ্যেও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করেছেন প্রধান দুই প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। তৃতীয় ও চূড়ান্ত টিভি বিতর্কের একদিন পরই শুক্রবার ছয় ‘ব্যাটল গ্রাউন্ড’ রাজ্যের অন্যতম ফ্লোরিডায় চতুর্থবারের মতো প্রচারণা চালান ট্রাম্প। বসে নেই বাইডেনও। বিতর্কের পরদিন নিজ রাজ্য ডেলাওয়ারে প্রচারণায় যোগ দেন তিনি।
আগাম ভোট দেন প্রধান দুই প্রার্থীই। শনিবার (বাংলাদেশ সময় রোববার) ট্রাম্প ব্যাটেল গ্রাউন্ড রাজ্য ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ কেন্দ্রে নিজের ভোট দেন। আর বাইডেন ভোট দেন আরেক গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়ায়। শেষ ১০ দিনে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোকে প্রচারণার কেন্দ্র বানিয়েছেন দুই প্রার্থী।
বাইডেনকে সহায়তা করতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনী প্রচারণা করতে যাচ্ছেন ফ্লোরিডায়। ইতোমধ্যেই মিয়ামি ও পেনসিলভানিয়ায় বাইডেনের হয়ে প্রচারণা করেছেন ওবামা।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মার্কিন নির্বাচনের প্রকল্পের দায়িত্বে থাকা মাইকেল ম্যাকডোনাল্ড বলেন, প্রায় ২১ শতাংশ ভোটার ইতোমধ্যে তাদের ভোট প্রয়োগ করেছেন। যা ১৯০৮ সালের পর সর্বোচ্চ। টেক্সাসের ৭০ শতাংশ ইতোমধ্যে ভোট দিয়ে দিয়েছেন। ফ্লোরিডাতে ভোট দিয়েছেন ৪০ লাখ। ভার্জিনিয়া, ওহাইও ও জর্জিয়াতে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। আগাম ভোট দাখিলে রেকর্ড করেছে উইসকনসিন, রাজ্যটিতে ১১ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।
আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিন। তবে এবার রেকর্ড সংখ্যক মার্কিন নাগরিক এবার আগাম ভোট দিচ্ছেন। মূলত নির্বাচনের দিনে ভিড় এড়াতেই করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply