আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এক যুবকের গলা কেটে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় কিশোর গ্যাং এর ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করেছে পুলিশ তাদের ব্যবহৃত দুটি মোটর সাইকেল। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের মনমথ বৈষ্ণবের ছেলে নয়ন বৈষ্ণব (২০) শনিবার রাতে কোদালধোয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে ওই বাজারের পশ্চিম পাশে মঙ্গল ওঝার পান বরজের পাশ দিয়ে যাবার সময়ে একদল কিশোর তার পথ রোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে গলা পোচিয়ে একটি এনড্রয়েট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। এ ঘটনায় হাসপাতালে ভর্তি আহত নয়নের বাবা মনমথ বৈষ্ণব বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন, নং-১১(২৫.১০.২০)। পুলিশ শনিবার রাতেই অভিযান চালিয়ে বড়মগড়া এলাকা থেকে অভিযুক্ত কিশোর গ্যাং এর ছয় জনকে গ্রেফতার করে রোববার সকালে আদালতে প্রেরণ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, নয়নের গলা পোচিয়ে মোবাইল ছিনতায়ের ঘটনা স্থানীয় লোকজন বিষয়টি থানাকে অবহিত করলে ওসি গোলাম ছরোয়ারের নির্দেশে পুলিশ অভিযুক্তদের ধরার জন্য বিভিন্ন পুজা মন্ডপের রাস্তায় তল্লাশী চৌকি বসায়। ওই তল্লাশী চৌকির আওতায় উপজেলার বড়মগড়া এলাকা থেকে এজাহারভুক্ত আসামী রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের সুকুমার বালার ছেলে সৈকত বালা (১৭), একই গ্রামের জীবন হালদারের ছেলে পল্লব হালদার (১৯), চৈতন্য বৈদ্যর ছেলে চিন্ময় বৈদ্য (১৯), স্বপন বৈদ্যর ছেলে সোহাগ বৈদ্য (১৭), দুলাল বৈদ্যর ছেলে রাতুল বৈদ্য (১৪) ও পাশ্ববর্তি কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের সুধাংশ হালদারের ছেলে দীপ্ত হালদারকে (১৭) আটক করে। এসময় কিশোর গ্যাং এর ব্যবহৃত দু’টি মোটর সাইকেলও আটক করে পুলিশ। আটককৃত কিশোর গ্যাং এর ৬ সদস্যকে ওই রাতেই হাসপাতালে ভর্তি আহত নয়নের সামনে হাজির করলে ওই গ্যাং এর সদস্যদের মধ্যে আটক সৈকত বালাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে পোচিয়ে আহত করা ও দীপ্ত হালদারকে ফোন ছিনতাইকারী হিসেবে সনাক্ত করে আহত নয়ন। সূত্র মতে, আটককৃতরা এলাকায় আইন পরিপন্থী বিভিন্ন কাজের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আহত নয়নের বাবা মনমথ বৈষ্ণবের দায়েরকৃত মামলায় কিশোর গ্যাং এর উল্লেখিত ৬ সদস্যকে গ্রেফতার দেখিয়ে রোববার সকালে পল্লব ও চিন্ময়কে বরিশাল আদালত ও অন্যান্যদের বরিশাল শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply