যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইটে হ্যাকাররা হামলা চালিয়েছে। ট্রাম্পের প্রচারণা শিবির থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার তাদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে হ্যাকাররা হামলা চালায় এবং তা বিকল করে দেয়।
জানা গেছে, কোন সূত্র থেকে এ কাজ করা হয়েছে তা তদন্তে আইন প্রয়োগকারীদের সঙ্গে কাজ করছে ট্রাম্প শিবির।
গণমাধ্যমে দেওয়া এক ইমেইল বিবৃতিতে ট্রাম্পের প্রচারণা শিবির জানিয়েছে, সাইবার হামলা হলেও এতে স্পর্শকাতর কোনো ডাটা প্রকাশ হয়নি। কারণ, এসব বিষয় তাদের সাইটে প্রকৃতপক্ষে রাখা থাকে না।
এমন অভিযোগের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এফবিআই। অপরদিকে গত মঙ্গলবার সারাদিনই ট্রাম্পের ওয়েবসাইট পূর্ণাঙ্গ সচল দেখা যায়। তবে অনলাইনে বেশ কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, অল্প সময়ের জন্য ওই সাইট বিকল ছিল।
ওই ওয়েবসাইটে হ্যাকাররা ট্রাম্পের পরিবার এবং সহযোগীদের আভ্যন্তরীণ ও গোপন কথোপকথন জানিয়ে দেওয়ার বিনিময়ে ভিজিটরদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি দাবি করে। এমন বিবৃতির পিছনে কোনো তথ্যপ্রমাণ রেখে যায়নি হ্যাকাররা।
Leave a Reply