নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্ব নবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট কর্তৃক কটুক্তির প্রতিবাদে জেলার গৌরনদীতে মঙ্গলবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা জরুরি ভিত্তিতে সংসদ অধিবেশন বসিয়ে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতি ঘৃণা প্রস্তাব ও ফ্রান্সের সকল পন্য বাংলাদেশে নিষিদ্ধের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহবান করেন। গৌরনদী শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে প্রায় দুইঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোঃ মনির হোসেন আকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সাংবাদিক জহুরুল ইসলাম জহির, কৃষকলীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ। শেষে বিক্ষোভ মিছিল বের করে গৌরনদী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর কুশপুতুল দাহ করা হয়। এর আগে বিকেল তিনটা থেকে উপজেলার বিভিন্নস্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন বিভিন্ন এলাকার তৌহিদী জনতা।
Leave a Reply