বিদেশ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণার আগেই ভিত্তিহীনভাবে নিজেকে জয়ী দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভোটের পরদিন বুধবার ভোরে এই দাবি জানানোর পর ইউরোপীয় রাজনীতিকরা তাকে সতর্কতার সঙ্গে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। বেশিরভাগ সরকারি নেতা নীরব ছিলেন। তারা অপেক্ষায় আছেন চূড়ান্ত ফল ঘোষণার। তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আরঞ্চা গনজালেজ লায়া মার্কিন নেতাকে ভোট গণনা হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন।জার্মান প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেথ ক্রাম্প-কারেনবাউয়ের বলেছেন, এটি বিস্ফোরক পরিস্থিতি। বিশেষজ্ঞরা যথার্থই বলছেন যে যুক্তরাষ্ট্রকে এমন পরিস্থিতি যা সাংবিধানিক সংকটের দিকে নিয়ে যেতে পারে। আর এমন কিছু আমাদের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, মার্কিন জনগণ তাদের রায় দিয়েছেন। আমরা যখন ভোটের ফলের অপেক্ষা করছি, ইইউ আমাদের মূল্যবোধ ও ইতিহাসের ভিত্তিতে দৃঢ় সম্পর্ক অব্যাহত রাখতে প্রস্তুত আছে। রাজনীতিকরা বিশৃঙ্খলার আশঙ্কা করে সতর্ক করে বলছেন, ২০১৬ সালে ট্রাম্পের জয় কোনও দুর্ঘটনা ছিল না। এমনকি যদি বাইডেন জয়ী হন তবু তিনি একজন দুর্বল প্রেসিডেন্ট হবেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তিনি অভ্যন্তরীণ চাপে অসহায় থাকবেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের ঘনিষ্ঠ মিত্র পিটার আল্টমায়ের বলেন, আমি শঙ্কিত যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে দীর্ঘদিন তা নিয়ে আলোচনা চলবে। যিনিই জয়ী হোন না কেন, মার্কিন নির্বাচনের প্রচার ছিল মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুকে ঘিরে, এটি ভালো না।
Leave a Reply