নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে হরিজন সম্প্রদায়ের স্থায়ী আবাসনের জন্য সেবক কলোনির ৬ তলা বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ই নভেম্বর) দুপুরে নগরীর আমিরকুটির এলাকায় এই নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিসিসি সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের আমিরকুটির ও কাউনিয়া এলাকায় হরিজন সম্প্রদায়ের ২২ কোটি ৭০ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট তিনটি ভবন নির্মাণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে আমিরকুটির এলাকার সেবক কলোনিতে ৫ কোটি ২ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট নবনির্মিত একটি ভবন উদ্বোধন করা হয়। ভবনের ৪৪ টি ফ্লাটে হরিজন সম্প্রদায়ের ৪৪ টি পরিবার কে বরাদ্দ দেওয়া হবে।
Leave a Reply