নিজস্ব প্রতিবেদক ॥ যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষে খামার যন্ত্রপাতি গবেষনা কার্যক্রম বৃদ্ধিকরণ বিষয়ক বরিশালে দুই দিন ব্যাপি কৃষি যন্ত্রচালক ও মেকানিকদের প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট এর ফার্ম মেশিনারি এন্ড পোষ্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের আয়োজনে আজ সোমবার নগরীর বাংলাদেশ ধানগবেষনা ইনস্টিটিউট মিলনায়াতনে এ প্রশিক্ষনের উদ্বোধন হয়।
সকাল ১০টায় অনলাইনে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহা পরিচালক ড. মো. শাহজাহান কবির। বরিশাল ব্রি আঞ্চলিক কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষনে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, ব্রি গাজীপুর এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুল আলম।
বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষনে আরও উপস্থিত ছিলেন, উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা মীর মনিরুজ্জামান কবির, হাছিবুর রহমান হিরা, ঐশিক দেবনাথ প্রমুখ। বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীর ৪০জন কৃষি যন্ত্রচালক ও মেকানিকদের এ প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনে বক্তারা বলেন, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষি যান্ত্রিকীকরন টেকসই করার লক্ষে, দক্ষ জনবল বৃদ্ধির মাধ্যমে দেশীয় পদ্ধতিতে রাইস ট্রান্স-প্লান্টার ও কম্বাইন হারভেস্ট এর মত উন্নত ও আধুনিক কৃষি যন্ত্রপাতি চালনা ও রক্ষনাবেক্ষনের জন্য হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। এতে দক্ষ যন্ত্রচালক ও মেকানিক তৈরী হবে এবং কৃষি যন্ত্রপাতি চালনা ও রক্ষনাবেক্ষনে সমস্যা গুলো অনেকাংশে লাঘব হবে বলেন জানান বক্তারা। ধান চাষে আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার বাড়লে এবং কৃষকের ধান চাষের খরচ অনেক কমে আসবে।
Leave a Reply