মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ নদীমাতৃক মেহেন্দিগঞ্জ উপজেলার নদীর পাড়ের সাদেকপুর-রুকুন্দি ও চানপুর বাসিন্দাদের কাছে এক আতঙ্কের নাম নদী ভাঙন। অনেকের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে এই ভাঙনে। কেউ হারিয়েছেন বসতভিটা, কেউ জীবিকা। নিজেদের সম্পদ রক্ষায় মাসকাটা ও ইলিশা নদীর ভাঙ্গন ঠেকাতে উদ্যোগ নেন স্থানীয় যুব সমাজ। এ লক্ষে গত শনিবার বিকাল ৪টায় সাদেকপুর নতুনহাট এলাকায় ভাঙ্গনরোধ ঐক্য পরিষদের আয়োজনে ভাঙ্গনরোধে করণীয় সভা ও স্থানীয়দের উদ্যোগে যৌথ বাংক একাউন্ট খোলার জন্য তহবিল গঠন করা হয়। এসময় ভাঙ্গন রোধে প্রায় ৬০ লক্ষ টাকার বাজেট ঘোষনা করা হয়। সভায় স্থানীয় সমাজকর্মী বীর মুক্তিযোদ্ধা সরদার আনিছুর রহমান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র ভাঙ্গন এলাকার সাবেক বাসিন্দা কামাল উদ্দীন খান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, মেডিনোভা ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ সানোয়ার হোসেন। সভা পরিচালনা ছিলেন, ডাক্তার আঃ জব্বার ও মাহাবুব হাওলাদার। উদ্যোগতা ছিলেন আঃ রহমান, জিয়াউদ্দিন ও মাসুদ। গ্রামবাসীর গণজাগরণে কাজের বাস্তবতা রুপ পায়। এদিকে গ্রামবাসীর উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় এমপি পংকজ নাথ। তিনি ভাঙ্গনরোধে ২০ হাজার জিওব্যাগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। ইতিমধ্যে তিনি ৫ হাজার জিওব্যাগ ভাঙ্গনরোধ কমিটির কাছে হস্থান্তর করেণ। পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীমকে সাথে নিয়ে একাধিকবার ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং ভাঙ্গনরোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এছাড়া স্থানীয় সমাজ সেবক সাহেব আলী বেপারী ভাঙ্গন রোধে আর্থিক সহযোগিতা করেণ। ভাঙ্গনরোধ প্রকল্পের উদ্যোগতারা বলেন, আমরা রুপালি ব্যাংকে জয়েন্ট একাউন্ট খুলেছি যার হিসাব নং ৫৫৪৬০১১০০০৩২৬৮। তারা আরও জানান, বেসরকারি ভাবে গ্রামবাসী শত:স্ফূর্ত আর্থিক অনুদানে ৩টি বাধ নির্মানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ৫০ ফুট জিওটিউব ব্যাগের মাধ্যমে ভাঙ্গন রোধে কাজ করা হবে। বুয়েট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ কাজ করা হবে।
Leave a Reply