বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত ও দু’জন আহত হয়েছে। বুধবার বেলা আড়াই টায় উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রিয়াংকা বড়াল জেলে সাব্বির হোসেন (১৬) মৃত ঘোষনা করেন। এছাড়া ছাব্বিরের চাচাতো ভাই রনি (১৭) ও ইমরান (২০) নামের অপর দুই জেলেকে সেখানে ভর্তি রাখা হয়। বুধবার সকালে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারের পাড় গ্রামের আজিজুল হকের ছেলে ছাব্বিরসহ একই বাড়ির তিন জেলে মিলে পার্শ্ববর্তী নান্দুহার নদীতে ইলিশ মাছ ধরতে যায়। ওই দিন বেলা আড়াইটায় তারা বাড়ি ফেরার পথে বৃষ্টি নামলে আজাহার মুন্সির বড় বাড়ী সংলগ্ন সড়কে পাশে থাকা গাছের নিচে অবস্থান নিয়ে বজ্রপাতের শিকার হন। এ প্রসঙ্গে বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত জানিয়েছেন বজ্রপাতে নিহত ছাব্বির হোসেনের দাফন-কাফনের জন্য তার পরিবারকে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান’র মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম নগদ ২০ হাজার টাকা ও আহতদের চিকিৎসা দেয়ার জন্য ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
Leave a Reply