খোন্দকার কাওসার হোসেন : রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল ও সিলেটে আরিফুল হক চৌধুরী ঠিক রেখে বরিশালে দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ারকে নতুন মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিন সিটি করপোরেশন নির্বাচনে ধাণের শীষের প্রার্থৗ ঠিক করতে মনোনয়ন বোর্ডের কাছে সর্বমোট ১৭ জন সাক্ষাৎকার দেন। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দাকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরৗ ছাড়া মনোনয়ন বোর্ডে মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদকরা ছিলেন।
শেষ মুহুর্তে দলের হাইকমান্ড থেকে নির্দেশ পেয়ে মজিবর রহমান সারোয়ার সাক্ষাৎকারও দিয়েছেন। তিনি সাংবাদিকদের কাছে বলেন, বরিশালের নেতা-কর্মীরা আমার জন্য ফরম ক্রয় করেছে। মহাসচিব আমাকে ডেকেছে, আমি সাক্ষাৎকার দিয়েছি। দল চাইলে নির্বাচন করব। বরিশালে আহসান হাবীব কামালও ফরম কিনে সাক্ষাৎকার দিয়েছেন। কিন্তু বরিশালে নেতা-কর্মীরা তার ওপর ক্ষোভ আছে বলে বিএনপি নতুন প্রার্থীর কথা চিন্তা করছে। আজ-কালের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ২০১৩ সালের ১৫ জুন একই দিনে অনুষ্ঠিত নির্বাচনে তিন সিটিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত প্রার্থীরা। আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আাগমী ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।
Leave a Reply