বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বাকেরগঞ্জ উপজেলার ৭ নং কবাই ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের মৃত কাঞ্চন ফকির এর পুত্র বারেক ফকির পারিবারিক কলহের কারণে কিছুদিন আগে বাকেরগঞ্জ থানায় জাফর মোল্লা, মনির হাওলাদার সহ কয়েক জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে বারেক ফকির ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিভিন্ন সময়ে খুন-জখম ও মিথ্যা মামলার হুমকি দিয়ে আসছে। বারেক ফকির মামলা প্রত্যাহার না করায় আসামি গন ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়। হামলার শিকার হয়ে বারেক ফকির বাকেরগঞ্জ থানায় ৮ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে, গত ৬ নভেম্বার শুক্রবার দুপুর ২ টায় জুমার নামাজ আদায় করে বারেক হাওলাদার সহ তার সাথে থাকা মালেক ফকির,নান্টঁ ফকির, শহিদুল ফকির, জামাল ফকির, আলমগীর ফকির সহ মোল্লাবাড়ির জামে মসজিদে জুমার নামাজ আদায় করিয়া নিজ বাড়িতে যাওয়ার পথে লক্ষ্মীপাশা আব্দুর রহমান মোল্লা বাড়ির রাস্তার সামনে এসে পৌঁছালে বিবাদী গন পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলার এক পর্যায়ে বিবাদী জলিল মোল্লার হুকুমে জাফর মোল্লা তার হাতে থাকা ধারালো বগিদা দিয়ে খুন করার উদ্দেশ্যে মালেক ফকির এর মাথায় কোপ দেয়। সাথে থাকা লোকজনের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা ব্যবস্থা করে। বরিশাল বাকেরগঞ্জ ও উজিরপুর উপজেলাধীন কলসকাঠী ও সাতলা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান মো: ফয়সাল ওয়াহিদ ও খায়রুল বাশার লিটনকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
Leave a Reply