মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দিগঞ্জে সামাজিক যোগাাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় স্থানীয় মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। মঙ্গলবার বাদ যোহর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিগণ একত্রিত হয়ে পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে মেহেন্দিগঞ্জ থানার প্রধান ফটকে সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, মাওলানা মানসুর আলম, ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর আলম, সুলতান আহাম্মেদ বেপারি, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ। পরে মুসুল্লি দের পক্ষ থেকে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবিদুর রহমানের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সেমবার রাতে পৌর এলাকার খড়কি গ্রামের শংকর শীলের পুত্র সজল কুমার তার ফেসবুক পেইজে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করেন। সকালে এই খবর ছড়িযে পড়লে উত্তেজিত জনতা বাবা শংকর শীলকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আটক করে থানায় সোপর্দ করেন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সজলকে তার বাড়ির পাশের একটি ঘর থেকে আটক করেন। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানান স্থানীয় প্রশাসন।’
Leave a Reply