নিজস্ব প্রতিনিধি ॥ ক্লোন ক্যান্সারে আক্রান্ত তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) নেতা সাগরীকা (সাগর) এর পাশে দাঁড়িয়েছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। তিনি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সাগরীকার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন। জেলা প্রশাসকের হয়ে সোমবার নগরীর ভাটারখাল ঈদগাহ বস্তিতে সাগরীকার কাছে চিকিৎসা সহায়তার অর্থ পৌঁছে দেন জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। জানাগেছে, ‘তৃতীয় লিঙ্গের সাগরীকা দীর্ঘ দিন ধরে ক্লোন ক্যান্সারে আক্রান্ত। ইতিপূূর্বে তিনি নগরীর মিড টাউন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অর্থাভাবে তার চিকিৎসা মাঝপথে থেমে যায়। ফলে হাসপাতাল থেকে বাসায় ফিরতে হয় তাকে। খবর পেয়ে বরিশার জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বরিশাল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদারকে সাগরীকার বিষয়ে সার্বিক খোঁজ নিতে বলেন। পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তরের জটিল রোগের অনুদান থেকে পঞ্চাশ হাজার টাকার অনুদানের চেক সাগরীকা হিজড়ার বাসায় পৌঁছে দিয়ে আসেন সাজ্জাদ পারভেজ।
Leave a Reply