সদ্য ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন কমলা হ্যারিস। তবে এখানেই থামতে চাইছেন না তিনি। এবার লক্ষ্য আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে ফেলা। সোমবার ট্যুইট করে এমনটাই জানিয়েছেন তিনি।
এই কঠিন সময়ের মধ্যেই লাখ লাখ কর্মসংস্থান তৈরি পরিকল্পনা করেছেন বাইডেন। সেখানে ভালো বেতনই শুধু নয়, কর্মীদের অধিকার সংক্রান্ত বেশ কিছু বিষয় যুক্ত হয়েছে। পাশাপাশি, তাদের পরিবারের জন্যও থাকছে বেশ কিছু সুযোগ-সুবিধা। বলা হয়েছে, প্রথমে মহামারীকে নিয়ন্ত্রণে আনা হবে। কারণ, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কর্মসংস্থান সমস্যা সমাধান করা সম্ভব নয়। এই অবস্থায় সংক্রমণ সামলানোর পাশাপাশি অর্থনীতিকে ফের নিজের পায়ে দাঁড় করানোকে মূল প্রাধান্য দিচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।
Leave a Reply