নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাড, থালুকদার মোঃ ইউনুস বলেছেন, আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সকলের ভাল কাজের মাধ্যমে জাতীর জনক বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের প্রধানমন্ত্রী কি বলে তা স্বরন করে বুঝে শুনে কাজ চালিয়ে যেতে হবে আমরা যদি সেভাবে কাজ করি তাহলে আমাদের লক্ষ বস্তুতে পৌছাতে পারব। ওরা সেদিন বঙ্গবন্ধু ও চার নেতা সহ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিকে হত্যা করার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ এদেশ থেবে মুছে ফেলতে চেয়েছিল। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রাণপন চেষ্টায় বঙ্গবন্ধুর সেই আদর্শ পতিষ্ঠিত করার পথে আমাদের জননেত্রী এগিয়ে নিয়ে যাচ্ছে।
আমরা ক্ষমতা আছি আবার ক্ষমতায় থাকব সেটা বড় কথা নয় প্রধান মন্ত্রী দলের নেতা-কর্মীদের যে নির্দেশ দেবেন মেনে দলের নেতা-কর্মীদের চলতে হবে। তিনি এসময় বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বলেন কেহ কেহ বলেন তারা নাকি আমাদের ক্ষমতাচ্যুত করবে। তারা কাকে ক্ষমতাচ্যুত করবে যারা নিজেরাই রাস্তায় নামতে পারে না। তারা আবার আমাদের ক্ষমতাচ্যুত করতে চায়। তিনি আরো বলেন আজ অনেকস্থানে আওয়ামীলীগে সুবিদাভোগীরা ঢুকে পড়েছে তাই আপনাদের সজাগ থাকতে হবে আ,লীগে কোন সুবিধাভোগীদের স্থান হবে না।
বুধবার (১১ই) নভেম্বর আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে আলোচনা সভায় একথাগুলো দলীয় নেতা-কর্মীদের উর্দ্দেশে বলেন। বরিশাল জেলা যুবলীগের সভাপতি অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে জেলা ও মহানগর দলীয় কার্যলয়ে সকাল ১১টায় যুবলীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর সভাপতি পাবলিক প্রসিকিউটর এ্যাড, একেএম জাহাঙাগীর হোসাইন,মহানগর যুবলীগ আহবায়ক (এপিপি) এ্যাড, রফিকুল ইসলাম খোকন, যুবলীগ নেতা এ্যাড, রফিকুল ইসলাম ঝন্টু,সদর উপজেলা যুবলীগ আহবায়ক জগলুল হায়দার শাহিন খাঁন,আরাফাত জাহান বাবু,আলতাফ হোসেন,মেয়াজ্জেম হোসেন ফিরোজ, মহানগর শ্রমীকলীগ সম্পাদক বাবু পরিমল চন্দ্র দাস।
তালুকদার মোঃ ইউনুস আরো বলেন, আমাদের আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের আমাদের প্রাণ প্রিয় নেতা আবুল হাসনাত আব্দুল্লা’হর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজের মাধ্যমে সাধারন মানুষের মনে স্থান করে নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। সকালে সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল নয়টায় দলীয় কার্যলয়ের সামনে অস্থায়ী জাতীর জনক বঙ্গবন্ধু, দক্ষিণ বাংলার কৃষককুলের নয়ন মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নেতেৃত্বে জেলা ও মহানগর যুবলীগ সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড যুবলীগ পূস্পার্ঘ অপর্ণ করে। পরে মেয়র সহ দলীয় নেতৃবৃন্দ বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্ধোধন করেন বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ।
Leave a Reply