মাত্র তিনটি ইলেকটোরাল ভোটের রাজ্য আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নানা নাটকীয়তা দেখা যায়। তার এক সপ্তাহ পর স্থানীয় সময় বুধবার সকালে এ ফলাফল ঘোষণা করে রাজ্যের নির্বাচন কার্যালয়।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ৭৫ শতাংশ ভোট গণনা শেষে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬২৪ ভোট (৫৬.৯%)। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন এক লাখ ২ হাজার ৮০ ভোট (৩৯.১%)।
এ রাজ্যে জয়ের আগে ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ছিল ২১৪। এখন সেটি ২১৭টিতে উন্নীত হলো। যদিও প্রেসিডেন্ট হিসেবে ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করে জয় পেয়েছেন জো বাইডেন।
এ নির্বাচনে মোট পপুলার ভোটের মধ্যে বাইডেন পেয়েছেন ৭৬.৩ মিলিয়ন বা ৫০ দশমিক ৭ শতাংশ, আর ট্রাম্প পেয়েছেন ৭১.৬ মিলিয়ন বা ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট।
নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হওয়া অনেকটাই নিশ্চিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। তবে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এখনো পরাজয় স্বীকার করেননি।
Leave a Reply