মুলাদী প্রতিনিধি ॥ মুলাদী সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৪০জন কে বিধাব ভাতা, ৫০ জনতে বয়স্ক ও ৯৬ জন প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরন করেন সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান। গতকাল বেলা ১২ টায় মুলাদী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন চেয়ারম্যার কামরুল আহসান প্রতিবন্ধীতে হাতে ভাতা বই তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজ কর্মী মালেকা বেগম, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য জাকির হোসেন ফরাজী, ইউনিয়ন পরিষদ সচিব জাকির হোসেন সিকদার, ১নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী নুরুল ইসলাম, ২নং ওয়ার্ড ইপি সদস্য আলী আহমেদ, ৩নং ওয়ার্ড ইপি সদস্য আশ্রাব আলী, সংরক্ষিত ৪, ৮ ও ৯ নং ওয়ার্ডে সদস্যা মনি আক্তার সহ ইউনিয়নের সকল সদস্য গন। এসময় ১৮৬ জনের মধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বই বিরতন করা হয়েছে। এসময় ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান বলেন আপনারা সকলে ভাতা বই নিয়ে ব্যাংক থেকে নিজেদের অর্থ উত্তোলন করবেন, সকলেই মনে রাখবেন যে মহামারী করোনা শেষ হয়নি। পুনরায় আবারও শীতের মধ্যে দেখা দিতে পারে তাই সরকারের সকল নিয়ম মেনে চলবেন। সামাজিক দুরুত্ব বজায় রাখবেন। যে কোন প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন।
Leave a Reply