উজিরপুর প্রতিনিধি ॥ জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগে উৎকোচ গ্রহণ ও কলেজ ফান্ডের সাড়ে ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ কামরুজ্জামান জানান, কলেজের অভ্যন্তরীন অডিট অনুযায়ী অধ্যক্ষ আবু নছর মোহাম্মদ নেছার উদ্দিন কলেজ ফান্ডের প্রায় সাড়ে ছয় লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও ছাত্র-ছাত্রী ভর্তির অনূকূলে বোর্ড কর্তৃক কলেজকে প্রদত্ত শেয়ার মানির টাকা নিজের ব্যক্তিগত হিসাব নম্বরে জমা রেখে আত্মসাৎ করেন। তিনি আরও জানান, চলতি বছরে কলেজের গ্রন্থাগারিক পদে ফারুক নামের একজনকে মোটা অংকের অর্থের বিনিময়ে অনৈতিকভাবে অধ্যক্ষ নিয়োগ প্রদান করেছেন। অধ্যক্ষের এসব অনিয়মের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভাগীয় কমিশনার ও দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক বরাবর তিনি (কামরুজ্জামান) লিখিত অভিযোগ করেছেন বলেও উল্লেখ করেন। বরাকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু নছর মোহাম্মদ নেছার উদ্দিন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল আমার সুনাম ক্ষুন্নের জন্য ভিত্তিহীন অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।
Leave a Reply