আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়া থানার আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলাকে মাদক মুক্ত, বাল্য বিয়ে প্রতিরোধ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে জনগণের সেবা প্রদানের জন্য পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী গৈলা বাজারে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’র মতবিনিময় সভায় গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল হোসেন টিটু তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদার। আলোচনা সভায় উপজেলাকে মাদক মুক্ত, বাল্যবিয়ে প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধের উপর অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, বীর মুক্তিযােদ্ধা আব্দুল কাদের, ইউপি সদস্য শহিদুল ইসলাম। সভায় এলাকার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বরিশালে ২ টি দোকান পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর হাসপাতাল রোডের গুপ্ত কর্নার সংলগ্ন ২টি দোকান আগুনে পুড়ে পুরোপুরি বিনষ্ট হয়ে যায়। হাবিব ইলেকট্রনিক্স ও একটি উকিল চেম্বার ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে হাবিব ইলেকট্রনিক্স এর দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানে থাকা টিভি, লাইট, ফ্যান, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স মালামালসহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শিরা জানান, আজ ভোর সাড়ে ৫ টার দিকে আগুন লাগে, দোকনের ভেতরে ইলেকট্রনিক্সের মালামাল থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। একই এলাকার ব্যবসায়ী মানিক জানান, ভোরে সে তার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে এসে ধোয়ার গন্ধ পান। গন্ধ পাওয়ায় সে হাবিব ইলেট্রনিক্স এর দোকনের পাশে গেলে দেখে আগুন জ্বলছে এবং কয়েকটি টিভিতে বিস্ফোরন ঘটে । এরপর এলাকাবাসীকে জানালে , এলাকালাবাসী ফায়ার সার্ভিসকে ফোন করে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, ইলেকট্রনিক্সের দোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে এ আগুনের সুত্রপাত হয়। হাবিব ইলেকট্রনিক্সের মালিক হাবিবুর রহমান জানায়, একটি মাত্র সম্বল ছিল আমার এই দোকান তা হারিয়ে এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি।
Leave a Reply