মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে মুজিব শতবর্ষ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছেন সামাজিক সংগঠন আউয়াল-শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি। গতকাল শুক্রবার দিনভর উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামে বেগম শামছুন্নাহার শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কাজিরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস। আউয়াল-শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কবির হোসেন হাওলাদারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মলাদী উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আব্দুল বারী, এএসপি (মুলাদী সার্কেল) মোঃ মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মুলাদী থানা অফিসার ইনচার্জ মো. ফয়েজ উদ্দীন মৃধা, উপজেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ওমর ফারুক, বীরমুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ি, একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, দক্ষিণ কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন বিশ্বাস, ডা. রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ আকাশসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস বলেন, সমাজের তৃণমূল দরিদ্র ও সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের কথা চিন্তা করে বিশেষজ্ঞ চিকিৎকদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। সুবিধা বঞ্চিত মানুষের জন্য কল্যাণমূখী বিভিন্ন কর্মসুচির উদ্যোগ নেবে আউয়াল-শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি। মেডিকেল ক্যাম্পে গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ তানিয়া আফরোজ, মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ ডাঃ আমাতুজ জোহরা মৌনিতা, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ হারুন-অর-রশিদ, কার্ডিয়াক মেডিকেল অফিসার ডাঃ শামীম গাজী প্রায় পাঁচ শতাধিক মানুষের চিকিৎসা সেবা প্রদান করেছেন।
Leave a Reply