আঞ্চলিক প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি মনোনীত প্রার্থী হেমায়েত আঁকন জাঁলিযাতির মাধ্যমে দলীয় মনোনয়ন পেয়েও আ’লীগের সাথে সমঝোতা করে রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র দাখিল না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি।
গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র উপজেলা সভাপতি আব্দুল লতিফ মোল্লা স্বাক্ষরিত দলীয় প্যাডে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর পক্ষে বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন, গৈলা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. শামচুল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক আজাদ মোল্লা ও সাগঠনিক সম্পাদক আনিচুর রহমান বাচ্চুর জাল স্বাক্ষরের সুপারিশকৃত কাগজ জমা দিয়ে কেন্দ্র থেকে ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে হেমায়েত আকনকে দলীয় মনোনয়ন এনে দেয় কেন্দ্রীয় এক নেতা। জাঁলিয়াতির মাধ্যমে মনোনয়ন পেলেও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী হেমায়েত আকন ও বরিশাল জেলা উত্তর বিএনপির ৮নং যুগ্ম সম্পাদক আবুল হোসেন লাল্টু অর্থের বিনিময়ে আ’লীগের সাথে সমঝোতা করে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার রিটার্নিং অফিসারের কাছে বিএনপি’র মনোনয়নপত্র দাখিল করেননি। উপয়ন্তু হেমায়েত আকন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সাথে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে সংগঠন পরিপন্থি বক্তব্য প্রদান করায় আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
Leave a Reply