মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ বহুল প্রতিক্ষীত মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার উপজেলা নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান পদে ৮ প্রার্থীসহ ৯৪ জন সম্ভাব্য প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে যারা জমা দিয়েছেন তারা হলেন, উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লা, স্বতন্ত্র প্রার্থী উলানিয়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম মিঠু, উলানিয়া ইউনিয়ন বিএনপি মনোনীত প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফয়সাল চৌধুরী, ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃ ইব্রাহীম। দক্ষিণ উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা কাজী আব্দুল হালিম, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মরহুম আলতাফ হোসেন সরদারের স্ত্রী রুমা বেগম, বিএনপির মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন মশু, ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃ মনির হোসেন। এছাড়া ২টি ইউনিয়নের ১৮টি ওয়ার্ডে মেম্বার পদে (সাধারণ সদস্য) ৬৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২১ জন মনোনয়ন জমা দিয়েছেন। তবে নির্বাচনে জাতীয় পার্টির দলীয়ভাবে অংশ না নেয়ায় জাতীয় পার্টির কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি। বেলা প্রায় ৩টার দিকে আওয়ামী লীগের দলীয় উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত ২ প্রার্থী উপজেলা নির্বাচন কার্য়ালয়ে নির্বাচন কর্মকর্তার নিকট নির্বাচনী মনোনয়নপত্র জমা দেন। এসময় জেলা আওয়ামীলীগে যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মুনসুর আহমেদ, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বঙ্গবন্ধুর সহচর সাবেক সাংসদ মরহুম মহিউদ্দীন আহম্মেদ’র ছেলে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাহাব আহমেদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আঃ মকিম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ জব্বার কানন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বেপারী প্রমুখ।
Leave a Reply