নিজস্ব প্রতিবেদক ॥ “বঙ্গবন্ধুর” বোন আমেনা বেগমের নামে স্কুল ভবনের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। আজ(১৫ নভেম্বর) রবিবার বেলা সাড়ে ১২টায় । বরিশাল সরকারি বিএম কলেজ সংলগ্ন কলেজিয়েট মাধ্যমকি বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে ফলক উন্মচন,দোয়া মুনাজাত,ফেস্টুন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে আবদুর রব সেরনিয়াবাতের সহর্ধীমীনি আমেনা বেগমের নামে স্কুল ভবনের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করা হয়।, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপু ও কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাতের সহর্ধীমীনি এবং দক্ষিনজনপদের রাজনৈতিক অভিভাবক পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক(মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপির, মাতা আমেনা বেগমের নামে ৬তলা ভীত বিশিস্ট ৬তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেন আমেনা বেগমের নাতি বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন আপনারা আমাকে ভালোবেসে ফুলেল শুভেচ্ছা দেন কিন্তু ফুল নিতে আমার খারাপ লাগে,আমার মেয়াদের দুই বছরেও নগরবাসীকে তাদের চাহিদা অনুযায়ী রাস্তাঘাট নির্মান বা সংস্কার করে দিতে পারিনি তবে আগামী ডিসেম্বরের মধ্যেই শহরের সব কয়টি সড়ক সংস্কার করে দেয়া হবে।পাশাপাশি মন্ত্রনালয় থেকে বাজেট আসলেই নগরীর বর্ধিত এলাকার সকল কাচাঁ সড়কগুলোও পাকাঁ করে দেয়ার পরিকল্পনা নিয়েছি।তিনি আরও বলেন আমি বরিশালের সন্তান আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকবো।
অনুষ্ঠানের সভাপত্বি করেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোস্ত্ফাা কামাল,এবং সার্বিক সহযোগীতায় ছিলেন ভিত্তি প্রস্তর স্থাপন কমিটির আহবায়ক আহসানউল্লাহ মিরাজ ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে সেসময় উপস্থিত ছিলেন বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু,সাবেক মহানগর আ:লীগ নেতা কাইজার হোসেন,কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নুরুল ইসলাম, এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply