নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার উজিরপুরের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী রাসেল মল্লিক (৪৫) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে তার মরদেহ বিদ্যালয়ের লাইব্রেরি রুম থেকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানাগেছে, রাসেল রাতের বেলা পাহাড়া দেয়ার পাশাপাশি বিদ্যালয়ের লাইব্রেরী রুমেই ঘুমিয়ে থাকে। তবে আজ সকালে তার কোন সারাশব্দ না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করে। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে থানা পুলিশকে অবহিত করে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাইব্রেরি রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করে বলে জানিয়েছেন উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুব রহমান।
তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে স্বজনরা জানিয়েছেন, ধামুরাতেই মৃত রাসেলের শশুর বাড়ি। জমি ক্রয়ের জন্য কিছু টাকা রাসেল শশুর বাড়ির লোকজনকে দেয়। যা নিয়ে বর্তমানে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বেশ কিছুদিন ধরে উদ্বিগ্ন ছিলো রাসেল।
Leave a Reply