নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রোগীবাহী অ্যাম্বুলেন্সের চাপায় রিপন খান (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বোয়ালিয়া বাজারে কেনাকাটা শেষে বাসায় ফিরতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় বরিশালগামী দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশংগল গ্রামের এই যুবকের মৃত্যু ঘটে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কে। নিহত রিপন খান ওই এলাকার মৃত চাঁন খানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়- রিপন খান ছোট ভাইকে সাথে নিয়ে বোয়ালিয়া বাজারে এসে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন। একপর্যায়ে তিনি বোয়ালিয়া ব্রিজের খানিকটা দুরে রাস্তা পার হতে গেলে পটুয়াখালী থেকে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম জানান, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply