কুয়েতের স্থানীয় জনসংখ্যা ১৪ লাখ আর বিভিন্ন দেশের অভিবাসীদের সংখ্যা ৩৪ লাখ। জনসংখ্যার ভারসাম্য ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে কুয়েত সরকার। দেশটিতে যে সকল অভিবাসীদের বয়স ৬০ বছর বা তারও বেশি হয়ে গেছে, আগামী ১ জানুয়ারি ২০২১ সাল থেকে তাদের আকামা আর নবায়ন করা হবে না।
স্থানীয় ইংরেজি জাতীয় দৈনিক আরব টাইমস জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক সংস্করণে এই তথ্য নিশ্চিত করেছে। প্রকাশিত সংবাদে আরও উল্লেখ করা হয়েছে, যাদের কুয়েত ত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে তাদের এক থেকে তিন মাসের সময় দেওয়া হবে যেন তারা কুয়েত ছেড়ে চলে যায়।
এ ছাড়াও যাদের ডিগ্রি স্নাতক সার্টিফিকেট আছে, তারা ৬০ বছরের উপরে হলেও আকামা নবায়ন করার সুযোগ রয়েছে।
Leave a Reply