রাজাপুর প্রতিবেদক ॥ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈদ পাচার বিরোধী উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় এ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে “আসুন মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাদক বিরোধী বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুল আরেফিন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান,মঠবাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খান মোহাম্মদ আলমগীর, মোঃ শাহজাহান মোল্লা, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, রাজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি মাহমুদা খানম, প্রমুখ। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সোমবার সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করেন। আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আল আমিন বাকলাই। এ ছারাও রাজাপুরে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার সাতুরিয়া ইউনিয় পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। এতে সভাপতিত্ব করেন সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে জন প্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার মানুষকে পাড়ায় মহল্লায় জনসচেতনা দৃষ্টির লক্ষে বৈঠক করার জন্য অনুরোধ জানান। এ অনুষ্ঠানে স্কুল- মাদ্রাসার শিক্ষক, ইমাম, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুল আরোফিন, সাতুরিয়া ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, ইউপি মহিলা সদস্য শিরিন বেগম, মোঃ নুরুল ইসলাম ফারুকী প্রমুখ।
Leave a Reply