স্টাপ রিপোর্টার ॥ কারিগরী শিক্ষা বোর্ডের অধীন ডিপ্টেèামা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ৬ষ্ঠ সেমিস্টারের অটোক্যাড-২ (ক¤িক্সউটার অ্যাডেড ডিজাইন) বিষয়ের পরীক্ষার প্রশুপত্র ফাঁসের অভিযোগে বরিশালে ৫ পলিটেকটিক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। প্রশুপত্র ফাঁস হওয়ায় গতকাল বুধবার সারাদেশে ওই বিষয়ের পরীক্ষা স্থাগিত করেছে কারিগরি শিক্ষা বোর্ড। গ্রেফতার হওয়া সকলে নগরীর বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।
এরা হলেন হলো- জাহিদুল ইসলাম (১৯), আবু নাইম (২০), আমিনুল ইসলাম নাছিম ((২০), সাব্বির ওরফে সোহেল (২০) ও তারেক আহল্ফে§দ (১৯)। জাতীয় নিরাপত্তা সেবা ৯৯৯ নল্ফ^র থেকে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর কাশীপুরে ইনফ্রাা পলিটেকনিক ইনষ্টিটিউট এলাকায় কয়েকটি ভবন থেকে ওই ছাত্রদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পিরোজপুরে পাথরঘাটা, মঠবাড়িয়া, পটুয়াখালীর মীর্জাগঞ্জও বাউফল এবং বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা। ইনফ্রা পলিটেকনিক ইনষ্টিটিউটের আশপাশের ভবনের ছাত্র মেসে থেকে তারা লেখপড়া করতো। গ্রেফতারের পর তারা পুলিশের কাছে স্ট^ীকার করেছে, একই প্রতিষ্ঠানের সহপাঠী পলাতক মো. জাহিদুল ইসলামের কাছ থেকে তারা হাতেলেখা প্রশুপত্র সংগ্রহ করেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ( উত্তর) মো. হাবিবুর রহমান গতকাল বুধবার সাংবাদিকদের ব্রিফিং করে জানান, ৯৯৯ থেকে তথ্য পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৫ ছাত্রকে গ্রেফতার করে। তাদের মোবাইল ফোনে ধারন করা হাতে লেখা প্রশুপত্র পাওয়া যায়। পরে ওই প্রশুপত্র কারিগারি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়šúক ড. সুশীল কুমার পালের কাছে ই-মেইলে প্রেরন করা হয়। তিনি বুধবার অনুষ্ঠতিব্য অ্যাডোক্যাড-২ এর মুল প্রশুপত্রের সঙ্গে গ্রেফতার হওয়া ছাত্রদের কাছে পাওয়া প্রশুপত্রের মিল থাকার সত্যতা নিশ্চিত করেন। বিমান বন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় গ্রেফতার ৫ ছাত্র এবং পলাতক একজন সহ মোট ৬ জনের বিরু™েব্দ পরীক্ষা নিয়šúন অপরাধ আইন ১৯৮০ সালের ৪ (ক) (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply