নিজস্ব প্রতিবেদক ॥ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বরিশাল মহানগর ব্যাটারী চালিত অটো (ইজি বাইক) মালিক সমিতি। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২ টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালিক সমিতির সভাপতি নিজামুল হক নিজাম। লিখিত বক্তব্যে নিজামুল হক নিজাম বলেন, বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক হলুদ অটোর জন্য ২৬১০ (দুই হাজার ছয়শত দশটি) লাইসেন্স টোকেন) প্রদান করা হয়। বৈধ লাইসেন্সকৃত এই অটোরিক্সা গুলো রাস্তায় চলাচল করতে পারবে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী একটি টোকেন দিয়ে একাধিক অটোরিক্সা রাস্তায় পরিচালনা করছেন। এসব অটোরিক্সার বৈধ লাইসেন্স নাই। যা ট্রাফিক আইনের বহির্ভূত। এসব অবৈধ অটোগাড়ি ও অসাধু ব্যবসায়ীদের আইন বহির্ভূত কাজের প্রতিবাদ করায় তারা সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায়। যা মালিক পক্ষের সভাপতিসহ সবাইকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে।
এসময় তিনি এসকল হীন কর্মকা-ের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, কুচিক্রি মহলকে অসাধু ব্যবসা থেকে সরে আসার অনুরোধ জানাচ্ছি। সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক লিটু চৌধুরী, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সবজু ভূইয়াসহ সংগঠনের সদস্যরা।
Leave a Reply