বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে কর্মরত ১১ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে ১৫ দিন ব্যাপি কর্মবিরতি চলছে। ফলে এসব দপ্তরের নিয়মিত দাপ্তরিক ই-নথি,ই-নামজারী ও মোবাইল কোর্টসহ দৈনন্দিন কার্যক্রম ব্যহত হওয়ার পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতাগণ সেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। এরূপ কর্মসূচি অব্যাহত থাকলে উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্নসহ মাঠ পর্যায়ে রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ ও উন্নয়নমূলক কর্মকান্ড স্থবির হয়ে পড়বে।
আন্দোলনকারীরা জানান তাদের দাবী দাওয়ার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা থাকা সত্ত্বেও দীর্ঘ প্রায় দু’দশকেও এ ন্যায্য দাবী পূরণ হয়নি। তারা তাদের এ ন্যায্য ও যৌক্তিক দাবী পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বানারীপাড়ায় আন্দোলনরতরা হলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী (নাজির) ও জেলা কালেক্টরেট সহকারী সমিতির সহ-সম্পাদক কে এম মতিউর রহমান, সার্টিফিকেট সহকারী ও জেলা কালেক্টরেট সহকারী সমিতির সহ-সভাপতি মো.তহিদুল ইসলাম, হিসাব সহকারী তানজিদুর রহমান,স্টেনো ইয়াসমিন,উপজেলা ভূমি অফিসের অফিসর সহকারী (নাজির) মো.সফিকুল ইসলাম অফিস সহকারী মো. মনির হোসেন ও কবির হোসেন প্রমূখ।
প্রসঙ্গত ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কর্মবিরতির এ কর্মসূচি চলমান রয়েছে।
Leave a Reply