নিজস্ব প্রতিবেদক ॥ করোনার দ্বিতীয় দফা প্রকোপ ঠেকাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি করেছে পুলিশ। এ সময় জনসাধারণের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ কমিশনার। মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার উদ্যোগে বুধবার সকাল ১১টার দিকে নগরীর দক্ষিণ সদর রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে ‘আসুন সকলে মাস্ক পড়ি, একে অপরকে সুরক্ষিত রাখি, মাস্ক ব্যবহার করুন, নিজেকে বাঁচুন, অন্যকে বাঁচান এবং মাস্ক পড়ুন, সুস্থ থাকুন’ সহ বিভিন্ন শ্লোগান সংবলিত প্লাকার্ড প্রদর্শন করা হয়। সদর রোড ও জেলখানা মোড় প্রদক্ষিণ শেষে র্যালিটি সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার (দক্ষিন) মো. মোকতার হোসেন এবং কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। সমাবেশে বক্তারা শীতে করোনার দ্বিতীয় দফা প্রকোপ ঠেকাতে জনসাধারনকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার এবং অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে পথচারী ও দোকানীদের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক লিফলেট এবং বিভিন্ন যানবাহনে স্টিকার সাটিয়ে দেন পুলিশ কর্মকর্তারা।
Leave a Reply