নিজস্ব প্রতিবেদক ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারান্তরীণ থাকা খান মো. নুরুল ইসলামকে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বরিশালটাইমসকে জানান, বুধাবর দুপুরে প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত আদেশে খান মো. নুরুল ইসলামকে স্থায়ীভাবে বরখাস্ত করার হয়। তার পদে কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল মোতালেবকে চলতি দায়িত্ব দেওয়া হয়। বরিশাল পৌরসভা থাকাকালীন তৎকালীন পৌরসভা চেয়ারম্যান ও বিসিসি’র সাবেক মেয়র আহসান হাবিব কামাল ও খান মো: নুরুল ইসলাম অপর আসামিদের যোগসাজশে ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ২০০০ সালের ১১ অক্টোবর দুদক মামলা করেন। এ বছরের ৯ নভেম্বর মামলার রায়ে আহসান হাবিব কামাল ও খান মো: নুরুল ইসলামসহ ৫ জনকে ৭ বছরের কারাদ- দেন আদালত। বর্তমানে তারা বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।’
Leave a Reply