সাভারে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আলী হায়দার নাহিদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অটোরিকশার ব্যাটারি ছিনতাইয়ে ব্যর্থ হয়েই চালক শেখ মিন্টুকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আলী হায়দার নাহিদ। আজ শনিবার সকালে সংস্থাটির দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
তদন্ত সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় জড়িত আরও দুজন পলাতক রয়েছে। তারা সবাই অটোরিকশার ব্যাটারি ছিনতাই চক্রের সদস্য।
এর আগে গত ১৩ জুলাই সন্ধ্যায় আশুলিয়ার গেরুয়া বাজারে যাওয়ার কথা বলে যাত্রীবেশী দুষ্কৃতকারীরা অটোরিকশা চালক শেখ মিন্টুকে ছুরিকাঘাত করে অটোরিকশার ব্যাটারি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে অটোচালক শেখ মিন্টুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশের পাশাপাশি এ ঘটনার ছায়া তদন্তে নেমে পিবিআই দুষ্কৃতকারীদের শনাক্ত করে।
Leave a Reply