মুলাদী প্রতিনিধি ॥ মুলাদী থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন স্যারের দিক নিদের্শনায় মাদক বিরোধী চলমান অভিযানের সময় পৌরসভার ৬নং ওয়ার্ড তেরচর গ্রামের সুনীল চৌধুরীর পুত্র রাহুল চৌধুরী (২১) ৫ পিছ ইয়াবা সহ গ্রেফতার হয়েছে। জানা যায় থানার চলমান মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে রাহুল চৌধুরী ও তার সহযোগী রাজিব দর্জি কে ৫ পিছ ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করে মুলাদী থানার এস আই ইউসুফ, এ এস মোঃ জাকির হোসেন, এ এস সোহেল রানা, এ এস ফিরোজ আলম। মুলাদী উপজেলার পশ্চিম চরপত্তনী ভাংগা গ্রামের খোকন দর্জি পুত্র রাজিব দর্জি (২১) কে ও গ্রেফতার করা হয়েছে। মুলাদী থানায় মাদক আইনে তাদের দুজনের নামে মামলা দায়ের করা হয়।
Leave a Reply