ডেমোক্র্যাটিক দলের জো বাইডেনকে মার্কিন যুক্তরাষ্টের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে এখনো স্বীকৃতি দেয়নি রাশিয়া। বাইডেন বিজয়ী হওয়ার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নীরব ভূমিকা পালন করছে বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর এ দেশটি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, গতকাল রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে ভ্লাদিমির পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এখনো বাইডেনকে বিজয়ী ঘোষণা করেননি। বিরোধীরা জো বাইডেনের জয়ের ব্যাপারে বৈধতা না দেওয়ায় আমরাও এখনো প্রস্তুত নই।
সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘মার্কিন জনগণ যার ওপর আস্থা রাখবেন আমরা তার সঙ্গেই কাজ করতে আগ্রহী। তবে বিরোধী পক্ষ নতুন প্রেসিডেন্টকে মেনে নিলে অথবা আইনগতভাবে তাকে প্রেসিডেন্ট ঘোষণা করা হলেই কেবল আমরা নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানাবো।’
তিনি আরও বলেন, বাইডেনকে অভিনন্দন না জানানোর সিদ্ধান্তটি একটি আনুষ্ঠানিকতা। এর পেছনে অন্য কোনো সুপ্ত উদ্দেশ্য নেই। তবে রাশিয়ার এ পদক্ষেপটি দুই দেশের সম্পর্কের ক্ষতি করতে পারে কি না জানতে চাইলে পুতিন বলেন, ‘ক্ষতির কিছুই নেই, তারা ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে।’
Leave a Reply